বাতজ্বরে করণীয়
বাতজ্বর হয়েছে শুনলে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। এই আতঙ্ক বেশির ভাগক্ষেত্রেই অহেতুক। এ নিয়ে ভ্রান্তি রয়েছে জনমনে, এমনকি কিছু চিকিৎসকেরমধ্যেও। বাতজ্বর থেকে বাঁচার অনেক পথ রয়েছে। তাই আতঙ্কিত না হয়ে বাতজ্বরথেকে বাঁচার উপায়গুলো জেনে নিন। বাতজ্বর কেন হয়? বাতজ্বর এক প্রকারজীবাণু দ্বারা হয়ে থাকে। জীবাণুটির নাম স্ট্রেপ্টোকক্কাস। সংক্ষেপে এটিকেস্ট্রেপ বলা হয়। এই জীবাণু অতি ুদ্র। একে খালি চোখে দেখা যায় না। এটিনিঃশ্বাসের সাথে আপনার গলায় প্রবেশ করে বাসা বাঁধতে পারে। এভাবেই আপনিআক্রান্ত হবেন।...
Posted Under : Health Tips
Viewed#: 106
আরও দেখুন.

